ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ৩ মার্চ ২০২৪ তারিখে আয়োজিত ‘উদ্ভাবনী মেলা-২০২৪’-এ প্রডাক্ট ক্যাটাগরি ও সার্ভিস ক্যাটাগরিতে ৬জন গবেষককে পুরস্কার প্রদান করা হয়েছে। প্রডাক্ট ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের "Bacteriophage Based Electrochemical Biosensor for Detection of Typhoid Pathogen" শীর্ষক গবেষণাটি। এই গবেষণাটির নেতৃত্বে ছিলেন অধ্যাপক ড. মুনাওয়ার সুলতানা। এই গবেষণায় সহযোগিতা প্রদান করেছেন একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাবেদ হোসাইন খান। তাদের গবেষণার বিষয়বস্তু ছিল ব্যাকটেরিওফাযকে ব্যবহার করে খুব অল্প সময়ে এবং সহজে টাইফয়েডের জীবাণু শনাক্তকরণ। গবেষক দলের প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই পদ্ধতিতে খুব দ্রুত সময়ে যেকোনো ক্লিনিক্যাল নমুনা বা তরল থেকে টাইফয়েড জীবাণু শনাক্ত করা সম্ভব। যেটি প্রচলিত পদ্ধতির তুলনায় সহজ ও কার্যকরী। উদ্ভাবনী
এই প্রক্রিয়া টাইফয়েড শনাক্তকরণ এবং টাইফয়েড জ্বরের চিকিৎসা দ্রুত চিকিৎসা প্রদানে অবদান রাখবে বলে দাবি এই গবেষক দলের।