১০ মে, শুক্রবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী চলচ্চিত্র অভিনেতা এবং ঢাকা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এমপি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল মনসুর আহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের ছাত্র উপদেষ্টা জনাব সাইফুল আলম চৌধুরী। এছাড়াও বিভাগের সাবেক খ্যাতিমান শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগের নবম, দশম ও একাদশ ব্যাচকে একত্রে অগ্রায়ন এবং চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ ও সপ্তদশ ব্যাচকে একত্রে নবীনবরণ প্রদান করা হয়েছে। নবীনবরণ ও অগ্রায়নের পর বিভাগের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ৪০ জনের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
উৎসবমুখর পরিবেশে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা সারাদিনব্যাপী এই আনন্দ অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল 'তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে...'।