ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগ এবং বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেসের যৌথ উদ্যোগে ‘সেন্টেনিয়াল সেলিব্রেশন অব বোস-আইনস্টাইন স্ট্যাটিসটিকস : এ লিগ্যাসি অব ঢাকা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ০৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর মিন্টো রোডস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিতব্য চার দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সম্মেলনটির সার্বিক বিষয়ে জানাতে মঙ্গলবার (০৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. কামরুল হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুপ্রিয়া সাহাসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।