সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের নিয়মিত আয়োজন সুফিয়া কামাল লেকচার সিরিজে বিভাগের পি.এইচ.ডি গবেষক জনাব আয়েশা আফরোজ চৌধুরী তাঁর পি.এইচ.ডি গবেষণার অগ্রগতির উপর একটি প্রবন্ধ উপস্থাপন করবেন। তাঁর পি.এইচ.ডি গবেষণার শিরোনামঃ Feminization of Medical Education and Profession: Trend and challenges in Bangladesh.
সেমিনারের সময়সূচীঃ
তারিখঃ ১২ ফেব্রুয়ারি ২০২৩
বারঃ রবিবার
সময়ঃ সকাল ১০:৩০ টা
স্থানঃ কক্ষ নম্বর ৫০২০ (শ্রেণিকক্ষ), উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন বিভাগের চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা।
সেমিনারে উপস্থিত থাকবেন উক্ত গবেষণার তত্ত্বাবধায়ক ড. সোমা দে, সহযোগী অধ্যাপক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং যুগ্ম-তত্ত্বাবধায়ক ড. সানজীদা আখতার, সহযোগী অধ্যাপক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ।
উক্ত সেমিনারে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদ সহ,
ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা
চেয়ারপার্সন
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের
ঢাকা বিশ্ববিদ্যালয়।