ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ বিষয়ে গঠিত বিভিন্ন কমিটির এক সমন্বয় সভায় এই উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক ও করণীয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত তিনটি কমিটি হলো: নৈতিকতা কমিটি, কোর কমিটি এবং ওয়ার্কিং কমিটি।
প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন এবং উল্লেখিত কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ লক্ষ্যে সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে হবে এবং সকল কার্যক্রম ডিজিটাল প্রযুক্তির আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিকসহ সকল কর্মকান্ডে সততা, নিষ্ঠা, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।
--------------------
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়