ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল ১৭–১৮ নভেম্বর ২০২৫ তারিখে চারুকলা অনুষদের ওসমান জামাল অডিটোরিয়ামে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৬০ জন শিক্ষক নিয়ে দুই দিনব্যাপী “Morality, Integrity, and Ethics in Academic and Professional Life” শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষকদের নৈতিকতা, সততা, পেশাদার আচরণ এবং দায়িত্বশীল একাডেমিক সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যেই কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালার প্রথম দিনে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রসাশন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। উদ্বোধনী সেশনে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এম. রেজাউল ইসলাম “Foundations of Morality, Integrity, and Ethics & Ethics in Teaching and Student Engagement” বিষয়ে দুইটি বিশেষ সেশন পরিচালনা করেন। দিনের দ্বিতীয় ভাগে আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম “Personal Integrity, Character Building, Ethical Leadership and Information Ethics” বিষয়ে আলোচনা করেন। দিনব্যাপী আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মূল্যায়ন সেশন।



শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম “Ethics in Students Assessment & Exam System” বিষয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন পরিচালনা করেন। তিনি শিক্ষার্থী মূল্যায়ন, পরীক্ষা পরিচালনা এবং একাডেমিক স্বচ্ছতার নৈতিক কাঠামো নিয়ে আলোচনা করেন। পরবর্তী সেশনে আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল আলম “Ethics in University Governance and Institutional Responsibility” বিষয়ে আলোচনা করেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি “Research Integrity and Responsible Scholarship” বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় সততা রক্ষার গুরুত্ব তুলে ধরে কর্মশালার শেষ সেশনটি পরিচালনা করেন।

উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক ও গবেষকরা একাডেমিক ও পেশাগত জীবনে নৈতিকতা, সততা, জবাবদিহিতা এবং দায়িত্ববোধ বৃদ্ধির জন্য বাস্তবসম্মত নির্দেশনা ও অভিজ্ঞতা অর্জন করেন, যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়-পর্যায়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য দুই দিনের কর্মশালা শেষে সমাপনী সেশনে সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি হয়।

