নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে আজ ১৭ মার্চ ২০২৫ (সোমবার) অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিভাগীয় চেয়ারপার্সন মিজ শাহারিয়া আফরিনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।