ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে ‘বিশ্ব আন্ত:ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ উদ্যাপনের অংশ হিসেবে আজ ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ‘সম্প্রীতি সন্ধ্যা’ শীর্ষক বাউল গান ও কনসার্ট অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে এই বাউল গান ও কনসার্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ড. ফাজরীন হুদাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।