২০২২-২০২৩ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮টি শূন্য আসনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যে কোনো পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় (ইউজিসি অনুমোদিত) থেকে যে কোনো বিষয়ে ০৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিম্নোক্ত ভর্তি যোগ্যতা ও শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ১০/০৮/২০২৩ তারিখ থেকে নির্ধারিত ভর্তি ফরম-এ আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ ০৫/০৯/২০২৩।
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অফিস হতে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ফরমের মূল্য ৪,০০০/- (চার হাজার) টাকা। নিম্নোক্ত লিংক https://docs.google.com/document/d/1g_ey_qr4-h6g9AwAutMIAJvHcZNyWkbA/edit?usp=drive_link&ouid=106828667261407159699&rtpof=true&sd=true অথবা https://shorturl.at/rzNZ0 অথবা https://rb.gy/wr5f8 থেকে ফরম ডাউনলোড করা যাবে। সেক্ষেত্রে পূরণকৃত ফরম বিভাগে জমা দেয়ার সময় ৪,০০০/- (চার হাজার) টাকা জমা দিতে হবে। ভর্তি ফরম সংগ্রহ বা ডাউনলোডের পর তা পূরণ করে ০৫/০৯/২০২৩ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভাগে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ ঃ
মোবাইল নম্বর ঃ ০১৭১২৫৬২৭৭৫; ০১৭৪৫৯০৬১৮৭
১. আবেদনের শেষ তারিখ ঃ ০৫/০৯/২০২৩ (প্রবেশপত্র ই-মেইলে পাঠানো হবে)
২.ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ঃ (ক) ধর্ম ও সমাজ (খ) বাংলাদেশ বিষয়াবলী (গ) আন্তর্জাতিক বিষয়াবলী
৩. ভর্তি পরীক্ষা গ্রহণ ঃ বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিষয়ে মোট ১০০ নম্বরে পরীক্ষা দিতে হবে
(ক) লিখিত পরীক্ষা ।। ৮০ নম্বর তারিখ ঃ ০৯/০৯/২০২৩
(খ) মৌখিক পরীক্ষা ।। ২০ নম্বর তারিখ ঃ ১৬/০৯/২০২৩
৪. ভর্তির ফলাফল প্রকাশ ঃ ১৪/০৯/২০২৩ (১ম তালিকা) ১৯/০৯/২০২৩ (অপেক্ষমান তালিকা)
৫. ভর্তি ঃ ১৭/০৯/২০২৩
৬. ক্লাস শুরু ঃ ২০/০৯/২০২৩
ভর্তির যোগ্যতা
১. পাবলিক বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে নূনতম চার বছর মেয়াদি স্মাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো সীমাবদ্ধতা থাকবে না।
২. প্রার্থীদের মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় ‘খ’ ইউনিট বি.এ (সম্মান) শ্রেণি/আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্থ্যাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মোট জিপিএ ৬.৫ স্বতন্ত্রভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
৩. প্রার্থীদের স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫/দ্বিতীয় বিভাগে ৫৫% নম্বর থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়/ অভ্যন্তরীণ প্রার্থীদেরও এ শর্ত পূরণ করতে হবে।
৪. বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক /স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অনুষদ কর্তৃক ডিগ্রির সমতা নিরূপণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তির আবেদনের সাথে যেসকল কাগজপত্র জমা দিতে হবেঃ
১. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
২. এস.এস.সি, এইচ.এস.সি এবং বি.এ (সম্মান) মার্কশীটের ফটোকপি ও মাস্টার্সের (যদি থাকে) সনদ ও মার্কশীটের ফটোকপি
৩. সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি
৪. বিদেশী ডিগ্রির ক্ষেত্রে ভর্তি পরীক্ষার পূর্বেই ডিগ্রির সমতা নিরূপনের জন্য কলা অনুষদে সরাসরি আবেদন করতে হবে।
৫. অসম্পূর্ণ আবেদনপত্র ভর্তির জন্য বিবেচিত হবে না।
ভর্তি প্রক্রিয়াঃ
১. ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণার পর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আবেদন করতে হবে। লিখিত ও মৌখিক দুটি অংশে সর্বমোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২. লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪০% নম্বর পাশ বলে বিবেচিত হবে।
৩. লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে শূন্য আসনে মেধাক্রমানুসারে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
৪. ভর্তি-প্রক্রিয়া, ভর্তি ফিসহ অন্যান্য বিষয়ে বিভাগ হতে জেনে নিতে হবে।
৫. নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে কেউ ভর্তি না হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে এবং অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুসারে প্রার্থীদেরকে ভর্তির সুযোগ দেয়া হবে।
৬.স্নাতক (সম্মান) শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা ১৭/০৯/২০২৩ তারিখের মধ্যে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হবেন না, তাদের আসনও শূন্য বলে বিবেচিত হবে। শূন্য আসনগুলোতে ভর্তি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রস্তুতকৃত অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।
৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ভর্তি কোটা বিধি মোতাবেক বলবৎ থাকবে।