“যুক্তির স্রোতে জেগেছে বিশ্বাসের বালুচর, জাগো বাহে কোনঠে সবাই”—এই প্রেরণাদায়ী স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ষষ্ঠ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এই উৎসবটি আয়োজন করে ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব (WRDC)।
উৎসবের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও যুক্তিনির্ভর ধর্মীয় বোঝাপড়ার চর্চা উৎসাহিত করা। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ‘নদী ও ধর্মের পারস্পরিক সম্পর্ক ও সচেতনতা’ বিষয়ক সময়োপযোগী প্রসঙ্গ নিয়ে যুক্তিবদ্ধ আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদা আখতার, মাননীয় উপদেষ্টা, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।