বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ ও দারুল ইরফান সিরার্চ ইনস্টিটিউট এর যৌথ উদ্যোগে "Sociology of Sufism, Perfected Humanity and the Divine Quest for Social Harmony" শীর্ষক ন্তর্জাতিক কনফারেন্স উপলক্ষে আগত মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক চ্যান্সেলর ইব্রাহিম সালাহ এলসায়িদ, সম্মানিত সংসদ সদস্য (House of Representatives and Deputy Senator of Islamic Sufi Oder's) অধ্যাপক মোহাম্মদ মাহমুদ আহমেদ হাশিম, অধ্যাপক গামাল ফারুক জিবরিল মাহমুদ, প্রাক্তন ডিন, ইসলামিক দাওয়া অনুষদ এবং মাহমুদ আহমদ শাহাত আলসুগায়ের, প্রধান, Department of Admission to Al-Azhar Institute General Administration for Foreign Students ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সাথে সৌজন্য সাক্ষাত এবং সুফিবাদ, শান্তি ও সম্প্রীতির বিভিন্ন বিষয়ে বিস্তারিত ও সুসংহত মতবিনিময় করেন।