তারিখঃ ০৮ মে, ২০২৩
নোটিশ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে পোস্টার ও মডেল প্রতিযোগিতার আয়োজন
বিভাগের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগ আগামী ২৮ মে, ২০২৩ তারিখ পোস্টার ও মডেল উপস্থাপন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলঃ “Solutions to Plastic Pollution”। বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে দলগত (সর্বোচ্চ ৫ জন) বা এককভাবে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। পোস্টার প্রতিযোগিতার ক্ষেত্রে পোস্টারের মাপ ৩ ফুট × ২ ফুট নির্ধারিত হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২০ মে ২০২৩ তারিখের মধ্যে প্রতিপাদ্যের সাথে সংগতিপূর্ণ পোস্টার/ মডেল-এর শিরোনাম, Abstract ও অংশগ্রহণকারীর নামের তালিকা raisaadobe@gmail.com – এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হল।
অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য থাকবে Participantion Certificate এবং সেরা পাঁচ (৫) পোস্টার/ মডেল বিজয়ীদের সুযোগ রয়েছে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আগামী ৫-৬ জুনের পরিবেশ মেলায় অংশগ্রহণের।
ধন্যবাদান্তে,
ড. নাহিদ রেজওয়ানা
সহযোগী অধ্যাপক,
ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
এবং আহ্বায়ক
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটি ২০২৩