বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ২২শে এপ্রিল ২০২৪ সোমবার বিকেলে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব এর আয়োজনে কবি সুফিয়া কামাল হল প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি সুফিয়া কামাল হলের সম্মানিত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন আবাসিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি সুফিয়া কামাল হলের সম্মানিত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী, এবং পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব এর সভাপতি ফারিহা রশিদ ছোঁয়া।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী বলেন, যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটছে। এইসব বর্জ্যে মাটি, পানি, বাতাস দূষিত হয় এবং এতে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে মানুষ, প্রাণি ও উদ্ভিদকূল ক্ষতিগ্রস্ত হয়। প্লাস্টিক দূষণ শুধুমাত্র পরিবেশের জন্য নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। এই দূষণের ভয়াবহতা সম্পর্কে সকলকে জানাতে হবে। একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব, যা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গঠনে সহায়ক হবে। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতা তৈরিতে হলের সবজির দোকান প্লাস্টিকমুক্ত করা হয় এছাড়াও হলের প্লাস্টিক ও পচনশীল বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক পৃথক ডাস্টবিনের ব্যবস্থা করা হয়।
আলোচনা সভায় হলের প্রতি ফ্লোর থেকে দু্জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন, সভার আলোচনা ও নির্দেশনা উপস্থিত ফ্লোর প্রতিনিধিদের মাধ্যমে সকল আবাসিক শিক্ষার্থীদের মাঝে পৌছে দেয়া হয়।সকলের সম্মিলিত প্রয়াসে সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ের মধ্যদিয়ে আয়োজন সমাপ্ত হয়।