জগন্নাথ হলের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক হলে বসবাসে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে নিজস্ব ড্যাশবোর্ড থেকে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে হলের সিট প্রাপ্তির জন্য আবেদন করতে হবে। উল্লেখ্য যে, যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে বৈধ সিট এলটমেন্ট প্রাপ্তি সাপেক্ষে বর্তমানে হলে অবস্থান করছেন ও যাদের কোনো সিট এলটমেন্ট পেপার নেই কিন্তু হলে অবস্থান করছেন, তাদের প্রত্যেককে আবেদন করতে হবে। অনলাইনে পূরণকৃত ফরমের পিডিএফ কপি প্রিন্ট করে তা স্ব-স্ব বিভাগের চেয়ারম্যান/পরিচালকের সুপারিশসহ আগামী ২৫/০৮/২০২৪ তারিখের মধ্যে হল অফিসে জমা দিতে হবে। আবেদন ফরমের সাথে নিম্নোক্ত ডকুমেন্টের ফটোকপি জমা দিতে হবে।
১। সর্বশেষ ভর্তির পে-ইন স্লিপ
২। হল আইডি কার্ডের ফটোকপি
৩। ২০২৪ পর্যন্ত হল ফি পরিশোদের রশিদের ফটোকপি