ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘Discovering Covid: The Beginning and Beyond’ শীর্ষক বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ডাচ ভাইরাসবিদ অধ্যাপক ড. আলবার্ট অস্টারহাউস এই বিশেষ বক্তৃতা করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
অধ্যাপক ড. আলবার্ট অস্টারহাউস বিশ্বের শীর্ষস্থানীয় ভাইরোলজিস্টদের একজন, যিনি ঝঅজঝ ও ঈড়ঠ-১ আবিষ্কার এবং জুনোটিক মহামারী বিষয়ক কাজের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তার ১ হাজার ৩৫০টিরও বেশি প্রকাশনা রয়েছে। এছাড়া বেশ কয়েকটি সফল বায়োটেক উদ্যোগও নিয়েছেন তিনি।
এছাড়া আরও বক্তৃতা করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে বাংলাদেশ তথা পুরো বিশ্ব সংগ্রাম করছে। ডাচ ভাইরাসবিদকে নিয়ে আজকের এই আয়োজন আমাদের জন্য আসলে একটি বিশেষ সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে।
উপাচার্য বলেন, আমি আশা করি আজকের এই আয়োজন আমাদের পথ দেখাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই আয়োজন করলেও আমরা সারাদেশের প্রতিটি সেক্টরকে আমন্ত্রণ জানাতে চাই। যাতে একসঙ্গে আমরা সমস্যাগুলো মোকাবেলা করতে পারি।
(ফররুখ মাহমুদ)
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।