শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার এক শোক বাণীতে উপাচার্য বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাফল্যের পিছনে তাঁর সহধর্মিণী জাহানারা আবেদিনের অসাধারণ অবদান ছিলো। শিল্পাচার্যের ছবি আঁকা, শিল্পচর্চা ও দৈনন্দিন কাজে তিনি সর্বদা পাশে থেকেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। উপাচার্য মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মিসেস জাহানারা আবেদিন আজ ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার বেলা ২.০০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
২৪/০৪/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়