সম্মানিত সহকর্মী (কলা অনুষদ)
নববর্ষ বাঙালি জাতিসত্তার অন্যতম প্রাচীন ও গৌরবোজ্জ্বল উৎসব। পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক। এ দিনটি সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে এক আনন্দঘন মিলনমেলায়। এই আনন্দঘন উপলক্ষে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নববর্ষের ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণভাবে থাকবে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা। আমাদের এই আয়োজনে কলা অনুষদের শিক্ষকদের আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আমরা আশা করি।
তারিখ: ১৭ এপ্রিল, বৃহস্পতিবার ২০২৫
সময়: বিকাল ৩:০০ থেকে ৫:০০
স্থান: আরসি মজুমদার আর্টস অডিটোরিয়াম
আসুন, কলা অনুষদের সহকর্মীরা সবাই মিলে নববর্ষের এই আনন্দ ভাগাভাগি করে নেই—বাংলা সংস্কৃতিকে সম্মান জানাই ও আগামী দিনের জন্য আশাবাদী হই।
অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান
ডিন (ভারপ্রাপ্ত)
কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়