ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS)—এর নির্বাহী কমিটির সিদ্ধান্তের আলোকে ভাষা আন্দোলনের ৭৫ বছর তথা হীরক জয়ন্তী উপলক্ষে Language Movement and the Emergence of a Bangla Speaking State in the World শিরোনামে আন্তর্জাতিক সেমিনার আয়োজন উপলক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ১১:০০ টায় আন্তর্জাতিক সেমিনার আয়োজনের প্রস্তুতিমূলক দ্বিতীয় সভা সেন্টারের পরিচালকের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ১৯ নভেম্বর ২০২৩ তারিখে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সেমিনার আয়োজনের প্রস্তুতিমূলক কমিটির সদস্যগণ:
০১. অধ্যাপক ড. ফকরুল আলম — আহ্বায়ক
বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
০২. অধ্যাপক ড. সামসাদ মতূর্জা — সদস্য
ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
০৩. অধ্যাপক ড. নাদির জুনাইদ — সদস্য
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
০৪. অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম (রফিক শাহ্ রিয়ার) — সদস্য
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
০৫. অধ্যাপক ড. শারমীন আখতার — সদস্য
ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
০৬. অধ্যাপক ড. আশফাক হোসেন — সদস্য—সচিব
পরিচালক, CARASS, ঢাকা বিশ্ববিদ্যালয়