বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক: ভূ-রাজনীতি ও রোহিঙ্গা সংকট নিয়ে ঢাবিতে গবেষণা কর্মশালা
ঢাকা বিশ্ববিদ্যালয়, ২১ সেপ্টেম্বর ২০২৫: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS)-এ "বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক" বিষয়ক একটিগবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২১ সেপ্টেম্বর দুপুর ১২টায় শুরু হওয়া এই কর্মশালায় গবেষক, শিক্ষক এবং বিশেষজ্ঞরা ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, রোহিঙ্গা সংকট এবং ঐতিহাসিক বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা করেন।
ভূ-রাজনীতি ও রোহিঙ্গা সংকট আলোচনা
কর্মশালার প্রথম পর্ব শুরু হয় "একবিংশ শতাব্দীর ভূ-রাজনীতি এবং রোহিঙ্গা সমস্যা" শীর্ষক আলোচনার মাধ্যমে। এই পর্বে সভাপতিত্ব করেন প্রখ্যাত শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. আশরাফ। তিনি বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কের জটিলতা এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির প্রভাব তুলে ধরেন। পর্বটির আলোচক হিসেবে উপস্থিত ছিলেন CARASS-এর পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন।
মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও গবেষণাপত্র উপস্থাপন
দুপুরের খাবারের বিরতির পর দ্বিতীয় পর্বে গবেষকরা তাদের নিজ নিজ মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এর মূল উদ্দেশ্য ছিল মাঠের বাস্তব পরিস্থিতির সাথে গবেষণার সমন্বয় সাধন করা। এ পর্বের সঞ্চালনা ও আলোচনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এম একাউসার।
কর্মশালার তৃতীয় ও শেষ পর্বে চারজন গবেষক তাদের গবেষণাপত্রের রূপরেখা ও অগ্রগতি উপস্থাপন করেন।
ডেইজি আক্তার মুঘল যুগে দুই দেশের সম্পর্কের কাঠামো তুলে ধরেন।
মোস্তাকিম ব্রিটিশ আমলে সম্পর্কের রূপরেখা ও তার গবেষণার অগ্রগতি ব্যাখ্যা করেন।
সুরাইয়া ইয়াসমিন সূচনা রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তার কাজের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন।
মহিন মিজান রোহিঙ্গা গানে নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকুতি এবং এর সমাজতাত্ত্বিক দিক নিয়ে তার গবেষণার অগ্রগতি তুলে ধরেন।
কর্মশালার উদ্দেশ্য
কর্মশালাটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন CARASS-এর সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশ। তিনি জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল গবেষকদের মধ্যে পারস্পরিক মতবিনিময় বৃদ্ধি, গবেষণার গুণগত মান উন্নয়ন এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও গবেষণার খসড়া লেখার অগ্রগতি পর্যালোচনা করা।
কর্মশালায় সেন্টারের নবীন গবেষকরাও অংশগ্রহণ করেন।