২৮ অক্টোবর ২০২৪ তারিখ, সকাল: ১১টায় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS)-এর পরিচালকের অফিস কক্ষে (কক্ষ নম্বর: ৩০১) CARASS ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত অফিসসমূহের প্রধানগণের সমন্বয়ে একটি আলোচনা সভা CARASS-এর পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন-র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যরা হলেন:
১. অধ্যাপক ড. আশফাক হোসেন, পরিচালক, CARASS, ঢা. বি.
২. অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম/প্রতিনিধি, পরিচালক, IQAC, ঢা. বি.
৩. অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ/প্রতিনিধি, পরিচালক, CGS, ঢা. বি.
৪. অধ্যাপক ড. তানিয়া হক/প্রতিনিধি, পরিচালক, BCGDS, ঢা. বি.
৫. অধ্যাপক ড. আবুল বারকাত/প্রতিনিধি, পরিচালক, BSMRIPL, ঢা. বি.
৬. জনাব মো. রাশেদুর রহমান/প্রতিনিধি, নির্বাহী পরিচালক, ICE, ঢা. বি
এছাড়াও সভায় অনুরোধক্রমে আরো উপস্থিত ছিলেন:-
জনাব কাজী সামিও শীশ, সিনিয়র রিসার্চ ফেলো, CARASS, ঢা. বি.; জনাব মো. আল-আমিন, IQAC,, ঢা. বি.; জনাব সালমা সোনিয়া, সিনিয়র রিসার্চ এ্যাসোসিয়েট, CGS, ঢা. বি.; জনাব রঞ্জন কুমার বিজয়, BSMRIPL, ঢা. বি. জনাব আরশা সামিনি হক, BCGDS, ঢা. বি. এবং জনাব সরদার ময়েন উদ্দিন, CARASS, ঢা. বি।
CARASS ভবনের নিরাপত্তা , বিভিন্ন ফ্লোর পরিস্কার-পরিচ্ছন্নতা, পানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।