CARASS — এর নির্বাহী কমিটির সভা
তারিখ: ১৯ মার্চ, ২০২৫
১৯ মার্চ, ২০২৫ বুধবার, দুপুর ২:০০টায় টায় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS)—এর নির্বাহী কমিটির এক সভা সেন্টারের পরিচালকের অফিস কক্ষে (কক্ষ নম্বর: ৩০১) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রের নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. আতিউর রহমান । সভায় উপস্থিত সদস্যগণ হলেন:—
১) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান — সদস্য
ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩) অধ্যাপক ড. অধ্যাপক তৈয়েবুর রহমান
ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় — সদস্য
৪) অধ্যাপক গোলাম মওলা
চেয়ারম্যান, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫) অধ্যাপক সামসাদ মর্তূ জা — সদস্য
অধ্যাপক , ইংরেজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়
৬) অধ্যাপক ড. আশফাক হোসেন — সদস্য—সচিব
পরিচালক, CARASS, ঢাকা বিশ্ববিদ্যালয়