৩০ এপ্রিল, ২০২৫ এ মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বইয়ের প্রকাশনা উপলক্ষে কর্মশালা ‘ মুক্তিযুদ্ধে জনমানুষের ভূমিকা: ঢাকা বিশ্ববিদ্যালয় পর্ব’ অনুষ্ঠিত হয়। কর্মশালায় মুক্তিযুদ্ধে সম্পৃক্ত কর্মচারী গোপাল দাস, আমির হোসেন, মনির হোসেন বাচ্চু তাঁদের যুদ্ধকালিন অভিজ্ঞতা তুলে ধরেন। রাজকুমারী দেবীর নাতনি ও নাতি যুদ্ধের সাথে তাঁদের পরিবারের তৎকালিন ঘটনার কথা ব্যক্ত করেন। তিনজন সহগবেষক ডেইজি আক্তার, রুজেল মিয়া ও মোস্তাকিম এই গবেষেণা ও বই প্রকাশের সাথে সম্পৃক্ততার অভিজ্ঞতার কথা বলেন। কর্মশালায় গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশের ইতিহাস চর্চা, গবেষণা বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ড, সলিমুল্লাহ খান এবং বইটির সম্পাদক ও সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন। কর্মশালাটি সঞ্চালনা করেন বইটির সহ-সম্পাদক ও সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশ।