ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক, গবেষক ও পথপ্রদর্শক মরহুম অধ্যাপক ড. আনোয়ারুল আজীম চৌধুরী স্যারের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ, অনুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল বিভাগের গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং স্যারের পরিবারবর্গের পক্ষ থেকে তাঁর সন্তান নাঈম চৌধুরী ও জুলিয়া চৌধুরী। অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করেন ড. মো. লতিফুল বারী স্যার, চীফ সায়েন্টিস্ট, সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (CARS), ঢাকা বিশ্ববিদ্যালয় । দোয়া মাহফিল ছাড়াও বিভাগের সকল ব্যাচের অংশগ্রহণে মাইক্রোবায়োলজি বিষয়ক দেয়ালিকা প্রদর্শন করা হয়।