ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের কলোকুয়াম লেকচার সিরিজ-১, ২০২৫-২৬ এর চতুর্থ লেকচার ২৬ নভেম্বর, ২০২৫ (বুধবার) তারিখে বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত লেকচার সিরিজের চতুর্থ বক্তা হিসেবে “Philosophical Foundation of Islamic Integrated Character Education” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় প্রভাষক হামিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় প্রভাষক মুর্শিদা রহমান। হামিদুর রহমান তাঁর বক্তব্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম-ভিত্তিক চারিত্রিক (নৈতিক) শিক্ষার দার্শনিক ভিত্তির উপর আলোকপাত করেন। বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্যদের অংশগ্রহণ, প্রশ্নত্তোর পর্বের উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।