২০২০-২০২১ সেশনে মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিম্নবর্ণিত ২ টি স্ট্রীমে বহিরাগত শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করছে।
ক. স্কুল সাইকোলজী।
খ. ইন্ডাস্ট্রিয়াল ও অরগানাইজেশানল সাইকোলজী ।
আবেদনের যোগ্যতা
স্কুল সাইকোলজী এবং ইন্ডাস্ট্রিয়াল ও অরগানাইজেশানল সাইকোলজীতে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষা সম্পন্নকারী/ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্কুল সাইকোলজী এবং ইন্ডাস্ট্রিয়াল ও অরগানাইজেশানল সাইকোলজীতে আবেদনের জন্য সকল পরীক্ষায় ৪.০০ মাত্রার স্কেলে সিজিপিএ ৩.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে ৩.৫০ পেতে হবে।
আবেদনপত্রের ফি
আবেদনপত্রের ফি প্রতিটি ১০০০/- (এক হাজার) টাকা। আবেদন পত্রের ফি জনতা ব্যাংক লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় নির্ধারিত একাউন্টে জমা দিতে হবে।
স্ট্রীমের নাম |
একাউন্ট নম্বর |
স্কুল সাইকোলজী |
0100139811113 |
ইন্ডাস্ট্রিয়াল ও অরগানাইজেশানল সাইকোলজী |
0100139814279 |
আবেদনের নিয়মাবলিঃ
শিক্ষার্থীরা অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারবেন।
অফলাইন পদ্ধতিঃ
এক্ষেত্রে প্রতিটি স্ট্রীমের জন্য নির্ধারিত একাউন্টে আবেদন ফি জমা প্রদান করে, জমা-রশিদের মূলকপি এবং ১ কপি ফটোকপি জমা দিয়ে নিম্নেবর্ণিত সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সাথে আবেদন ফরমে উল্লিখিত কাগজপত্র জমা দিতে হবে।
স্ট্রীমের নাম |
সংশ্লিষ্ট কর্মকর্তার নাম ও ফোন নম্বর |
স্কুল সাইকোলজী |
মোঃ সফিউল্যাহ, এডমিনিস্ট্রেটিভ অফিসার, ফোনঃ- ০১৭১১১১৬০৩৪, কক্ষ নংঃ- ৩০৭৬ |
ইন্ডাস্ট্রিয়াল ও অরগানাইজেশানল সাইকোলজী |
মোঃ কামরুজ্জামান, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ফোনঃ- ০১৭২২৯৫৪৮৬১, কক্ষ নং- ৩০৭৯ |
আনলাইন পদ্ধতিঃ
আবেদনপত্র বিভাগীয় ওয়েব পেইজ https://du.ac.bd/body/PSY এর নোটিশবোর্ড থেকে সংগ্রহ করে নিম্নোক্ত ইমেইল এড্রেসে প্রেরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্রের সাথে টাকা জমা দেয়ার রশিদের স্ক্যান কপি প্রেরণ করতে হবে। স্ক্যান কপির উপর শিক্ষার্থীর নাম লিখতে হবে।
স্ট্রীমের নাম |
ইমেইল এড্রেসে |
আরও জানতে যোগাযোগ করুন |
স্কুল সাইকোলজী |
মোঃ মায়মুন হাসান, ল্যাব টেকনিশিয়ান, ফোনঃ-০১৫৭২০৮২৯৩৬ |
|
ইন্ডাস্ট্রিয়াল ও অরগানাইজেশানল সাইকোলজী |
মোঃ কামরুজ্জামান, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ফোনঃ- ০১৭২২৯৫৪৮৬১ |
আবেদন জমা দেয়ার শেষ তারিখঃ
আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আগামী ৬ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে জমা দিতে হবে।
এডমিট কার্ড সংগ্রহঃ
অফলাইনে আবেদনকারীগণ বিভাগীয় অফিসে এসে পূরণকৃত আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিয়ে প্রতিটি স্ট্রিমের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।
অনলাইনে আবেদনকারীগণ বিভাগীয় অফিসে এসে আবেদন ফরমে উল্লিখিত কাগজপত্র, টাকা জমা দেয়ার রশিদের মূল কপি ও ছবি জমা প্রদান করে প্রতিটি স্ট্রিমের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।
বি.দ্র.ঃ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন- জনাব মোঃ সফিউল্যাহ, এডমিনিস্ট্রেটিভ অফিসার, মনোবিজ্ঞান বিভাগ।
ফোনঃ 01711-116034, কক্ষ নং- 3076।
https://ssl.du.ac.bd/fontView/images/file/1636375103MSinSchoolPsychologyAdmissionForm2020-2021.pdf
https://ssl.du.ac.bd/fontView/images/file/1636374956AdmissionBrochurefortheSession2020-2021.pdf