ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ কর্তৃক আয়োজিত আগামী ২৬শে পৌষ ১৪৩১ (১০ জানুয়ারি ২০২৫), শুক্রবার, সকাল ১১.০০ টায় আর.সি. মজুমদার মিলনায়তনে ”প্রাক্তন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৫ ও পৌষ পার্বণ ১৪৩১” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।