ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিভাগীয় বিভিন্ন কর্মকাণ্ডের হালনাগাদ তথ্য
**ডিসেম্বর **
সপ্তাহ |
তারিখ |
কর্মকাণ্ডের বর্ণনা |
দ্বিতীয় সপ্তাহ | ০৬-১২ ডিসেঃ, ২০২৪ ইং | ** ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের উদ্যোগে শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে মানসিক বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘‘Understanding and Working with Dissociation in Clinical Practice’’, ও ‘‘Positive Parenting’’, এবং ‘‘Neuropsychological Screening in Mental Helth Practice’’ শীর্ষক তিনটি কর্মশালা অনুষ্ঠিত। |
প্রথম সপ্তাহ |
০৩-০৪ ডিসেঃ, ২০২৪ ইং |
** ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের উদ্যোগে দুদিনব্যাপী বিভাগীয় কারিকুলাম উন্নয়ন সংক্রান্ত (OBE) কর্মশালা অনুষ্ঠিত। |
** নভেম্বর **
সপ্তাহ |
তারিখ |
কর্মকাণ্ডের বর্ণনা |
চতুর্থ সপ্তাহ |
২২-২৮ নভেঃ, ২০২৪ ইং |
** ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মানসিক স্বাস্থ্য মেলা ও সেমিনার’ আয়োজন করা হয়। |
তৃতীয় সপ্তাহ |
১৫-২১ নভেঃ, ২০২৪ ইং |
** এম.এস ২০২২-২০২৩ সেশনের (২৭তম ব্যাচ) শিক্ষার্থীদের ক্লিনিক্যাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে Suicide Risk Assessment and Management শীর্ষক ওরিয়েন্টেশন ট্রেনিং আয়োজন। |
দ্বিতীয় সপ্তাহ |
০৮-১৪ নভেঃ, ২০২৪ ইং |
** ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, কুইন্স ম্যারি ইউনিভার্সিটি অফ লন্ডন (ইউকে), ব্রুনেল ইউনিভার্সিটি (ইউকে), বারানাস হিন্দু ইউনিভার্সিটি (ইন্ডিয়া) এবং ত্রিভুবন ইউনিভার্সিটি (নেপাল) এর মধ্যে একটি বহুদেশীয় অনলাইন গবেষণা সভা অনুষ্ঠিত হয়েছে। |
প্রথম সপ্তাহ |
০১-০৩ নভেঃ, ২০২৪ ইং |
** এম.এস ২০২১-২০২২ সেশনের (২য় ব্যাচ) শিক্ষার্থীদের সেমিনার প্রেজেন্টেশন (Seminar Presentation) পরিচালনা। |
৩১ অক্টোঃ-০১ নভেঃ, ২০২৪ ইং | ** ২০২১-২০২২ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এম.ফিল শিক্ষার্থীদের ২দিনব্যাপী সুপারভিশন ট্রেনিং (Supervision Training) পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের ক্লিনিক্যাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ট্রেনিং প্রদান করা হয়। |