ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির (বিসিপিএস) আহবানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সম্প্রতি মানসিক স্বাস্থ্য বিষয়ক মেলা, কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা সার্বিক সহায়তা করেছেন। ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের অগ্রাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে চলতি বছরের ১০ অক্টোবর বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। এ বছর দিবসটি ঘিরে ওয়েবিনার, ফ্রি মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা, মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা মেলা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস)। মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এসব কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিষয়ক মেলা ও কর্মশালা আয়োজনের আহ্বান জানায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ। সেই আহ্বানে সাড়া দিয়ে গত ২৬ নভেম্বর, ২০২৪ তারিখ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে মানসিক স্বাস্থ্য বিষয়ক মেলা ও সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. শাহানূর হোসেন এবং সেমিনার কি-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন প্রভাষক মো. আশিকুর রহমান। এ আয়োজনের পরপরই ২৭-২৮ নভেম্বর, ২০২৪ তারিখ দুদিনব্যাপী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে মানসিক স্বাস্থ্য বিষয়ক মেলা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। এতে কি-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক জোবেদা খাতুন এবং প্রভাষক মো. আশিকুর রহমান ও লিজা আক্তার। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘Assertive communication for professional growth’ এবং শিক্ষকদের জন্য ‘Empowering teachers : Psychological skill for effective teaching student engagement and mental well being’ শীর্ষক দুটি পৃথক কর্মশালার আয়োজন করা হয়। বিভাগীয় শিক্ষক জোবেদা খাতুন এ দুটি কর্মশালা পরিচালনা করেন। মানসিক স্বাস্থ্য বিষয়ক মেলা আয়োজনে মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট ও ফ্রি কাউন্সেলিং সেবা প্রদান করেন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এমফিল শিক্ষার্থী ফারাহ তাবাসসুম শাম্মা এবং এম.এস ২৬ ব্যাচের শিক্ষার্থী মো. নুহাশ খান, ফারহানা খান ঋতু, ইমতিয়াজ গাজী ও মাহবুবুল আছেম। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) যৌথভাবে ১৯৯৭ সাল থেকে বিশ্ব মানসিক দিবসটি পালন করে আসছে।
|