বাংলাদেশের প্রথম সাইকোলজিক্যাল কেস কনফারেন্সে বক্তারা দেশীয় সাংস্কৃতিক আবহে বিজ্ঞানভিত্তিক মানসিক চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার মিলনায়তনে এই কনফারেন্স আয়োজন করে ঢাবি’র এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোস্যাইটি (বিইসিপিএস)। কনফারেন্সে প্রায় ২০০ জন মানসিক স্বাস্থ্য পেশাজীবী অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন মনোবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞ, সমাজকর্মী, চিকিৎসক এবং সংশ্লিষ্ট পেশার শিক্ষানবিশরা। কনফারেন্স উদ্বোধন করেন ঢাবি’র প্রো-ভাইস চ্যান্সেলর ড. মামুন আহমেদ। এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রধান ড. আজহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনামুল হক এবং বাংলাদেশের প্রাচীনতম মনোবিজ্ঞান জার্নাল বাংলাদেশ সাইকোলজিক্যাল স্টাডিজ-এর সম্পাদক অধ্যাপক হামিদা আখতার বেগম।