ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) গত ৩১শে জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দে উপাচার্য মহোদয়ের অফিসের সভাকক্ষে স্বাক্ষরিত হয়েছে। দুটি প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান আহরণ ও বিতরণের উদ্দেশ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিশ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর মহাসচিব কাজী শফিকুল আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ কয়েকজন বিভাগীয় শিক্ষক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের কিছু শিক্ষার্থীকে গবেষণা পরিচালনার জন্য ফেলোশিপ প্রদান করবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথভাবে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, গবেষকসহ সমগ্র জাতি উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃপক্ষকে ঢাবিতে মৌলিক গবেষণা প্রকল্প পরিচালনায় তাদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।