ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ১০/০৩/২০২৩ থেকে ১১/০৩/২০২৩ তারিখ রোজ শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সকল বর্ষের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিভাগের সার্বিক সহযোগিতায় সকল বর্ষের শিক্ষার্থীরা বিভাগে আন্তঃব্যাচ টুর্নামেন্ট আয়োজন করে থাকে। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২য় বর্ষ (৬৬ ব্যাচ)-এর শিক্ষার্থীরা এবং তারা ফাইনালে মাস্টার্সের (৬৩ ব্যাচ) টিমকে হারিয়ে এ গৌরব অর্জন করতে সক্ষম হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ২য় বর্ষের খেলোয়াড় মোবাশ্বের আলী।
টুর্নামেন্টে সশরীরে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে জড়িত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।