ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে “বাংলাদেশের দ্বিতীয় শ্রেণির শহরসমূহের পারিবেশিক পারিচালন: টাঙ্গাইল শহরের উপর কেস স্টাডি” র্শীষক বিষয়ে অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজম-এর তত্ত্ববধানে পি.এইচডি. গবেষক মাহমুদা বিনতে লতিফ এর ২য় সেমিনারের আয়োজন করা হয়েছে। ৬ এপ্রিল ২০২৩ তারিখে বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন। এছাড়াও সেমিনারে বিভাগীয় সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও বিভাগে গবেষণারত এম.ফিল./পিএইচ.ডি গবেষকগণ উপস্থিত ছিলেন। তথ্যবহুল প্রেজেন্টেশন প্রশ্নোত্তরপর্ব এবং সর্বশেষে আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত সেমিনারটিতে টাঙ্গাইল শহরের পারিবেশিক বিভিন্ন সমস্যা, তার কারণ এবং সেই সমস্যাগুলোর সমাধানের বা তার প্রভাব কমিয়ে আনার জন্য পৌর কর্তৃপক্ষ যে পরিচালন ব্যবস্থা পরিচালনা করছে তা পারিবেশিক পরিচালনের নিয়ামক গুলোর মাধ্যমে অনুসন্ধান করে সার্বিক অবস্থা তুলে ধরা হয়। এই ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয় তাও তুলে ধরা হয়েছে। সর্বশেষে, বাংলাদেশ পৌরসভা আইন, ২০০৯ অনুযায়ী টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষ তার শহরের পারিবেশিক সমস্যা সমাধানে কতটুকু অনুসরণ করছে তা আলোচনা, বিশ্লেষণ করে কিছু করণীয় প্রস্তাব করা হয়