পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ১০ এপ্রিল ২০২৩ তারিখ সন্ধ্যায় বিভাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম বলেন ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে সাওম (রোজা) অন্যতম। তাই রমজান মাস মুসলমানদের নিকট একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানগণ দীর্ঘ একমাস সিয়াম সাধন করে থাকে। যাবতীয় আসক্তি থেকে মুক্ত করে এ মাস মুসলমানদের আত্মপরিশুদ্ধিতে সাহায্য করে। সেই সাথে এটি একটি সম্প্রীতির মাসও বটে। প্রতিদিন ইফতারের সময় সবাই একত্রীত ইফতার ভাগাভাগি করতে পারে।
সেই উদ্দেশ্যকে সামনে রেখে এ বছর ভূগোল ও পরিবেশ বিভাগে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পরিচলনা করেন ৩য় বর্ষের ছাত্র মোঃ আশরাফুল ইসলাম। ইফতার মাহফিলে কুরআন তিলাওয়াত করেন ২য় বর্ষের ছাত্র মাশফুক বিল্লাহ এবং মোনাজাত করেন ৪র্থ বর্ষের ছাত্র মাহমুদুল হাসান কালবি।