ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পারিবেশ বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. জিয়াউস শামস এম এম হক গত ০৭/০৫/২০২৩ তারিখ রবিবার ভোর ৪.০০ টার সময় ইউনাইটেড হাসপাতাল, ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইডেহ রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
অধ্যাপক হক ১৯৪৪ সালের ২৩ নভেম্বর তিনি পুরানো ঢাকায় জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে যোগদান করেন। তিনি একই বিভাগ হতে ১৯৬৫ সালে অনার্স এবং ১৯৬৬ সালে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণী লাভ করেছিলেন। পরবর্তীতে ১৯৭৪ সালে তিনি কানাডা থেকে কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে পিএইচ.ডি. ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৬৭ সালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভূগোল বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন । তাঁর সময়েই ভূগোল বিভাগের নাম পরিবর্তন করে ভূগোল ও পরিবেশ বিভাগ করা হয়। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন স্বনামধন্য গবেষকও ছিলেন। দেশ বিদেশে প্রখ্যাত জার্নালে তার ৪০টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়।
বিগত ০৯/০৫/২০২৩ তারিখ (মঙ্গলবার) সকাল ৯.০০ টায় মরহুমের মরদেহ কাজী মোতাহার হোসেন ভবনের মাঠে (ভূগোল ও পরিবেশ বিভাগে) আনা হয় এবং ৯.৩০ টায় বিভাগীয় প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাজায় বর্তমান ও প্রাক্তন ভূগোলবিদ, বিভাগীয় শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।