ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাথে অস্ট্রিয়ার University of Salzburg-এর সাথে MOU-র অংশ হিসেবে গত ৩০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে ২ সপ্তাহ ব্যাপী “Application of Satellite Generated Atmosphere and Climatic Dataset” শীর্ষক একটি ওয়ার্কশপ RS ল্যাবে পরিচালনা করা হয়েছিল। উক্ত ওয়ার্কশপে ২০ জন বিভাগীয় শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ওয়ার্কশপটি পরিচালনার দায়িত্বভার MOU-র সাথে সংশ্লিষ্ট শিক্ষক অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর এবং RS ল্যাবের ইনচার্জ ড. আছিব আহমেদ-কে ন্যাস্ত করা হয়েছিল। উক্ত ওয়ার্কশপটির Resource Person ছিলেন Dr. Shahnawaz, Department of Geoinformtics-2-GIS, University of Salzburg, Austria । বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে গত ১০/০৫/২০২৩ তারিখে অংশগ্রহকারী শিক্ষার্থীদের সনদ প্রদানের মধ্য দিয়ে ওয়ার্কশপের কার্যক্রমের সমাপ্তি হয়।