ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। ৭ ডিসেম্বর সকাল ১১ টায় ভূগোল ও পরিবেশ বিভাগে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়। আঞ্জুমান দিলআরা বৃত্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এলুমনাই স্কলারশিপ, ২০২২ বৃত্তি থেকে মোট ৯ জন শিক্ষার্থীদের এটি প্রদান করা হয়।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর ট্রাস্টি ও সহ-সভাপতি জনাব মোহাম্মদ আজিম বখশ, সদস্য ড. মাহবুবুল হক, অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং নিবাহী পরিচালক জনাব মো: মাহফুজুর রহমান; ভূগোল ও পরিবেশ বিভাগ এলুমনাই এসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি; ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকমণ্ডলী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।