ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। গত ৮ মে ২০২৪ তারিখ রোজ বুধবার বিভাগের এম. আমিনুল ইসলাম রিসোর্স কক্ষে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের প্রফেসর এমিরেটাস অধ্যাপক নজরুল ইসলাম, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. জিল্লুর রহমান, বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।
ভূগোল ও পরিবেশ বিভাগে আয়োজিত সেমিনারটিতে দুটি মূল বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের Dr. Abhay Sankar Sahu বন্যা অববাহিকা বাঁধ ব্যবস্থার পরিবেশগত পরিণতি (Environmental Consequences of Flood Basin Embankment System: A Case Study) নিয়ে আলোচনা করেন। তিনি বন্যা অববাহিকা বাঁধ ব্যবস্থার উপর একটি বিস্তৃত গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করেন। কেস স্টাডিতে বাঁধের ফলে পানি প্রবাহের ধরণের পরিবর্তন, বেসিনের ইকোসিস্টেম ব্যাহত হওয়া এবং স্থানীয় সম্প্রদায়ের উপর প্রভাব সহ বাঁধ ব্যবস্থার পরিবেশগত প্রভাবকে তুলে ধরেন।
অন্যদিকে ভারতের আলীয়া বিশ্ববিদ্যালয়ের Dr. Aznarul Islam নদীর তীর ভাঙনের সাথে অভিযোজন (How to Better Live with Riverbank Erosion: Reflections from the Bengal Delta) নিয়ে আলোচনা করেন। তিনি তার গবেষণায় প্রাপ্ত ফলাফল উপাস্থপেনের মাধ্যমে দেখিয়েছেন একটি অনন্য বদ্বীপে বসাবসকারী মানুষ কীভাবে নদী ভাঙ্গনের সাথে ভালোভাবে বাস করতে পারে।
সেমিনারটি প্রাণবন্ত আলোচনা, জ্ঞান বিনিময় এবং নেটওয়ার্কিংয়ের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করেছিল। বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ইভেন্টের সামগ্রিক সাফল্যে অবদান রেখেছিল।