“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও বৃক্ষেেরাপণ কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের (আইডিএমভিএস) উদ্যোগে ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও)-এর সহযোগীতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
৫ জুন, ২০২৪ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা ভবনের সামনে এসে শেষ হয়। কর্মসূচির অংশ হিসেবে কলা ভবন এলাকায় বৃক্ষরোপন করা হয়।
শোভাযাত্রা ও বৃক্ষরোপন কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও হলের প্রভোস্ট এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান খান, পিএইচডি। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকতা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।