গত ২৮ এপ্রিল, ২০২৫ (১৫ বৈশাখ, ১৪৩২) দুপুর ২:০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের ১১ তম ও ১২ তম ব্যাচ ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্সেস (বি.এস.এস) ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের শিক্ষার্থীদের বরণ এবং ৬ষ্ঠ ব্যাচ মাস্টার অব সোশ্যাল সায়েন্সেস (এম.এস.এস) ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান খান, পিএইচডি।