কলা অনুষদের উদ্যোগে আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: ইতিহাসের পুনরাবৃত্তি ও নব নির্মাণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং কোষাধ্যক্ষ বক্তব্য রাখেন। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুরুতে গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।