ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ
ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ ২৪ শে এপ্রিল ২০০৩ থেকে ফার্মেসি অনুষদের অধীনে কাজ শুরু করে, যা দক্ষিণ এশীয় উপমহাদেশ এবং বিশেষত বাংলাদেশে দীর্ঘকাল ধরে অনুভূত একাডেমিক প্রয়োজনীয়তা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের বি. ফার্ম. প্রফেশনাল ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য এই বিভাগ হতে এক বছরের এম. ফার্ম. (মাস্টার অফ ফার্মেসি ইন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি) ডিগ্রি দেওয়া হয়। প্রাসঙ্গিক বিভাগ থেকে পাসকৃত স্নাতক ডিগ্রিধারীদেরও এই বিভাগ হতে এম. ফিল. এবং পিএইচ.ডি. ডিগ্রি দেওয়া হয়। আমাদের বিভাগে ১৭ জন শিক্ষক আছেন যারা যুক্তরাজ্য এবং জাপানের প্রতিথযশা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন এবং যারা বর্তমানে কোর্সভিত্তিক শিক্ষা প্রদানের পাশাপাশি এনালাইটিক্যাল ফার্মেসি, ড্রাগের ডিজাইন ও ডেভেলপমেন্ট, ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি এবং সিন্থেটিক কেমিস্ট্রির ওপর স্বতন্ত্রভাবে গবেষণায় নিযুক্ত আছেন। আমাদের গবেষণাগুলো বিভাগের ফাইটোকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি ও হার্বাল ড্রাগ রিসার্চ এবং এনালাইটিক্যাল ফার্মেসি গবেষণাগারে রক্ষিত UV/Vis স্পেকট্রোফটোমিটার, FTIR স্পেকট্রোমিটার, গ্যাস ক্রোম্যাটোগ্রাফ, HPLC ইনস্ট্রুমেন্ট, রোটারি এভাপোরেটর যন্ত্র, পোলারিমিটার ইত্যাদি যন্ত্র দ্বারা সম্পন্ন করা হয়। জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে আমরা ওষুধ ও ফার্মাসিউটিক্যালস এবং ফুড সেক্টরে মান ও বিশুদ্ধতা নির্ধারণের বিষয়ে পরিষেবা সরবরাহ করি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এবং বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরও এই বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেয়ে থাকে।