ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের ১ম, ২য় ও ৩য় বর্ষ সম্মান শ্রেণির ১১ জন এবং মাস্টার্সের (জৈব রসায়ন) ৪জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যপক আবদুল মুকতাদির স্মারক’ বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ ১২ নভেম্বর ২০১৫ বৃহস্পতিবার উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির টাকা বিতরণ করেন ।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ, বৃত্তি তহবিলের দাতা অধ্যাপক ড. আবদুল মোনায়েম ও আবদুল মতিন এবং রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অধ্যপক আবদুল মুকতাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দরিদ্র শিক্ষার্থী আছে, যারা বিভিন্ন ট্রাস্ট ফান্ডের বৃত্তি লাভ করে লেখাপড়া চালিয়ে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে ওঠে। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসব দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় সহায়তার জন্য ‘অধ্যপক আবদুল মুকতাদির স্মারক’ বৃত্তি তহবিল প্রতিষ্ঠা করায় দাতাদের এবং তাদের পরিবারবর্গকে ধন্যবাদ জানান।
‘অধ্যপক আবদুল মুকতাদির স্মারক’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন - মো: আমজাদ হোসাইন, সালমা বেগম, আ. য. ম. মইনুল ইসলাম মজুমদার, মো: আতাউর রহমান, রাশেদ আহম্মদ, লিনিয়া তাসনিম, মো: হাসানূর রহমান, ফারহা জেবা, মো: আমজাদ হোসাইন, মাকসুদা পারভীন এবং নাবিলা নবী নোভা। মাস্টার্সের (জৈব রসায়ন) বৃত্তিপ্রাপ্তরা হলেন- সাদিয়া আফরিন ছন্দা, অনামিকা সাহা, নিয়ামত এ খুদা এবং আতাউল কবির। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সদাচরণ, ক্লাশে নিয়মিত উপস্থিতি এবং লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতির জন্য প্রত্যেককে ১২,০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
-------------
(মাহমুদ আলম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের ১ম, ২য় ও ৩য় বর্ষ সম্মান শ্রেণির ১১ জন এবং মাস্টার্সের (জৈব রসায়ন) ৪জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যপক আবদুল মুকতাদির স্মারক’ বৃত্তি প্রদান করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ ১২ নভেম্বর ২০১৫ বৃহস্পতিবার উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির টাকা বিতরণ করেন। ছবিতে অতিথিদের সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)