ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আজ ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে শিল্পী অমিত নন্দীর প্রথম একক “অনন্ত সৌন্দর্য মাঝে” শীর্ষক প্রাচ্য চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্ট মেকিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল র্বাক আলভী ও ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক লালারুখ সেলিম। অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অমিত নন্দীকে প্রথম একক চিত্র প্রদর্শনী আয়োজনের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, “শিল্পকলা সভ্যতা বিকাশের এক অনন্য হাতিয়ার। আর এই হাতিয়ারকে শিল্পকলা চর্চার মাধ্যমে শাণিত করে চলেছেন একদল নিরলস শিল্পী। যারা সমাজের নানাস্তরে পৌঁছে দিচ্ছে শুভ বার্তা।”
উপাচার্য আরও বলেন, “প্রাচ্য ধারার মাধ্যম ও টেকনিক ব্যবহার করে অমিত প্রকৃতির অনন্ত সৌন্দর্য যেমন তুলে ধরেছেন, তেমনি এই সৌন্দর্যের মাঝে মানবসৃষ্ট সমসাময়িক বাস্তবতার প্রকৃতির বিপন্ন অবস্থাকেও তুলে ধরেছেন। তাই তার কাজে প্রকৃতি-সচেতনতার বার্তা পাওয়া যায়। আমার বিশ্বাস শিল্পীর প্রাচ্যরীতিতে আঁকা চিত্রকর্মগুলো শিল্পপ্রেমীদের বিমোহিত করবে। শিল্পী ইতিমধ্যেই তার শিক্ষাজীবন কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। আমি তার শিল্প সৃষ্টির চলার পথের সার্বিক মঙ্গল কামনা করি।”
অনুষ্ঠানে প্রাচ্য চিত্রকলার উপর বিশেষ বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান ড. মলয় বালা। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনীতে প্রাচ্যকলা বিভাগের একাডেমিক শৈলীর নিরীক্ষাধর্মী কাজগুলো নিয়ে সাজানো হয়েছে ২৮টি শিল্পকর্ম। এতে প্রাচ্যরীতির বিভিন্ন মাধ্যম, টেকনিক ও শিল্প অনুভূতির নানা প্রবনতা লক্ষণীয়। শিল্পকর্মগুলোতে প্রাচ্যচিত্রকলার সমৃদ্ধ ধারা এবং ঐতিহ্যের অনুষঙ্গের প্রভাব পাওয়া যায়।
প্রদর্শনী ১০ নভেম্বর মঙ্গলবার থেকে ১৫ নভেম্বর ২০১৫ রবিবার পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল শিল্পানুরাগীদের জন্য খোলা থাকবে।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আজ ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে শিল্পী অমিত নন্দীর প্রথম একক “অনন্ত সৌন্দর্য মাঝে” শীর্ষক প্রাচ্য চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)