বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী ও বিস্ময়কর প্রতিভা আসমা কিবরিয়া-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ৯ নভেম্বর ২০১৫ সোমবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, বাংলাদেশের চিত্রশিল্পের অনন্যসাধারণ ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আসমা কিবরিয়া। তিনি চিত্রকলা নিয়ে লেখাপড়া করেন নিউ ইয়র্কের উন আর্ট স্কুল ও ওয়াশিংটনের কোরকোরান স্কুলে। ওয়াশিংটনে সমসাময়িক মার্কিন শিল্পীদের সঙ্গে কাজের সূত্র ধরে বিমূর্ত ধারার চিত্রকলায় প্রভাবিত হন তিনি। তার কাজ নিয়ে ব্যাংককসহ বিভিন্ন শহরে এ পর্যন্ত অসংখ্য একক প্রদর্শনী হয়েছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের চিত্রাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। উপাচার্য প্রয়াত শিল্পীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আসমা কিবরিয়া চিকিৎসাধীন অবস্থায় আজ ৯ নভেম্বর ২০১৫ সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। আসমা কিবরিয়ার জন্ম ১৯৩৭ সালে। তিনি বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সহধর্মিনী ছিলেন। ছেলে রেজা কিবরিয়া একজন অর্থনীতিবিদ এবং মেয়ে নাজলী কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক। আজ আসরের পর তাঁর প্রথম জানাজা গুলশানের আজাদ মসজিদে এবং মাগরিবের পর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজার পর সেখানেই তাকে দাফন করা হবে।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়