ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপিত হয়েছে। আজ ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার কেন্দ্রীয় খেলার মাঠে ৭-দিনব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বক্তব্য রাখেন।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী শরীফুল আলম, অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য-সচিব ড. মোহাম্মদ নেয়ামুল ইসলাম এবং আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই বিভাগের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে অত্যন্ত সুনাম ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি। আত্মত্যাগকারীদের ঋণ স্মরণে রেখে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।
উল্লেখ্য, ‘মার্ক ভেনচার’ শিরোনামে বিজনেস কেস কম্পিটিশন, জব ফেয়ার, সাহিত্য বিষয়ক আলোচনা সভা, স্মৃতিচারণ, পুনর্মিলনী, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মার্কেটিং বিভাগ ৭-দিনব্যাপী এই সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপন করে।
১৩/১২/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়