ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গতকাল ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার সন্ধ্যায় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘এথিকস ক্লাব বাংলাদেশ: ৫ম বিজয় বিতর্ক উৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হল ডিবেটিং ক্লাবের মডারেটর আরেফিন রহমান আলিফ, ক্লাবের সভাপতি শাহরিয়ার জামান শাওন এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন ফাহিম উপস্থিত ছিলেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়