ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আজ ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিজয় একাত্তর হলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজয় একাত্তর হলে ‘জুলাই স্মৃতি উদ্যান’ উদ্বোধন করেন। এসময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সমাজের সকলকে নিয়ে এগিয়ে চলার মানসিকতা বজায় রাখতে হবে। অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। উপাচার্য বলেন, সেদিন দেশের নানা প্রান্ত থেকে সর্বস্তরের জনতা অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। তাঁদের ত্যাগ স্মরণে রেখে দেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করতে হবে। অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে।
ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ‘বিপ্লব ও প্রতিবাদের অনন্য অধ্যায়: জুলাই স্মরণে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে তিনি হলে ‘জুলাই প্রতিরোধ প্রাঙ্গণ’-এর উদ্বোধন করেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, অকুতোভয় তরুণদের নেতৃত্বে আমরা জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। এক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এছাড়া, অমর একুশে হলে আলোচনা সভা, স্মৃতিচারণ ও প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন করা হয়।
১৫/০৭/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়