ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘ইসলামিক সাইকোলজি’ বিষয়ক এক বিশেষ বক্তৃতা আজ ০৭ জুলাই ২০২৫ সোমবার আর. সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ ও গবেষক এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. গোলাম হোসেইন রসূল এই বিশেষ বক্তৃতা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অনারারি অধ্যাপক ড. মুহা. আব্দুল বাকী, মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মঞ্জুরুল হক, সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান এবং বিশিষ্ট গবেষক জিয়াউল হক আলোচনায় অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের বিধি-বিধান অনুসরণের উপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে ইসলামী জ্ঞান অর্জন ও অন্বেষণ করা জরুরি। তিনি জ্ঞানগর্ভ বক্তৃতার জন্য অস্ট্রেলিয়ার অধ্যাপককে ধন্যবাদ জানান। এই বক্তৃতা থেকে শিক্ষার্থীরা ইসলামের মৌলিক জ্ঞান সম্পর্কে আরও জানতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এধরনের আয়োজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিন্তাবিদ ও গবেষকবৃন্দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, অধ্যাপক ড. গোলাম হোসেইন রসূল অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির ইসলামিক সাইকোলজি সেন্টার ফর ইসলামিক স্টাডিজ এন্ড সিভিলাইজেশন-এর অধ্যাপক এবং যুক্তরাজ্যের আল বালাঘ একাডেমির ইসলামিক সাইকোলজি এন্ড কাউন্সেলিং-এর পরিচালক (Prof. Dr. G. Hussein Rassool, Islamic Psychology Centre for Islamic Studies & Civilizations, Charles Sturt University, Australia and Director, Islamic Psychology & Counselling, Al Balagh Academy, UK)।
০৭/০৭/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়