অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত কমিউনিটি ডেভেলপমেন্ট জার্নাল (সিডিজে)-এর ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘ International Conference Explores the Resilience of Char Land Communities in Bangladesh’ ’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন ২৪ আগস্ট ২০২৫ রবিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। মূল বক্তা হিসেবে অংশ নেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম, সিপিআরডি’র প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা, বিআইএসআর’র চেয়ারম্যান ড. এম খোরশেদ আলম এবং শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন। আলোচক হিসেবে অংশ নেন জিয়ান ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স-এর অধ্যাপক ড. মো. নাজিরুল ইসলাম, যুক্তরাষ্ট্রের অ্যালকর্ন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. ফিরোজ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম। (ছবি: ঢাবি জনসংযোগ)
২৫/০৮/২০২৫
(ফররুখ মাহমুদ)
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।