ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ১৫-দিনের চীন সফর শেষে গতকাল ২৪ অক্টোবর ২০২৫ শনিবার দেশে ফিরেছেন। চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট-এর আমন্ত্রণে তিনি এই সফর করেন। সফরকালে তিনি চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ ( SHS ) আয়োজিত ‘ Higher Education and Public Health Sector: Lessons from China ’ শীর্ষক ফেলোশিপ প্রোগ্রামে যোগদান করেন।
সফরকালে তিনি চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট চেন ডংজিয়াং ( Chen Dongxiao ), চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপ ( CICG )-এর উর্ধ্বতন কর্তৃপক্ষ, দ্যা একাডেমিক অব কনটেম্পোরারি চায়না এন্ড ওয়ার্ল্ড স্টাডিজ ( ACCWS )-এর ভাইস প্রেসিডেন্ট এবং Tongji University-এর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে মতবিনিময় করেন। এছাড়া, ভাষা ও সংস্কৃতি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম গ্রহণের ব্যাপারে তাঁরা আলোচনা করেন। চীনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে Oceanography Research Centre প্রতিষ্ঠার বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) চীন সফরকালে শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে China Central Television (CCTV) কে সাক্ষাৎকার প্রদান করেন।

২৬/১০/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়